গতকাল ফেইসবুকে হটাৎ করে এক বান্ধবী আচমকাই
চ্যাটে নক করে!! কোন হাই হ্যালো ছাড়াই
সোজাসুজি প্রশ্ন, “আচ্ছা, রিলেশান করলেই
কি সেক্স করতে হবে???”
ওর সাথে এমন কথাবার্তায় অভ্যস্ত নই, তাই
ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। তাই
জিজ্ঞাসা করলাম, এ প্রশ্ন কেন হটাত করে???
কি হইছে তোর??
যতটুকু জানি সে প্রেম ট্রেম এর
ধারে কাছে নাই। একজনকে মনে মনে পছন্দ
করে,
কিন্তু সে পর্যন্তই।। জানাইলো, ওর খুব প্রিয় এক
বান্ধবীর বছরখানেকের রিলেশান
ভেঙ্গে গেছে সেক্স করতে রাজি না হওয়ায় !!!!
তব্দা খাইলাম পুরাই...
আমাদের ভার্সিটির ভিতরে একটা স্কুল আছে,
অগ্রণী স্কুল নামে পরিচিত। এটার কলেজ ও
আছে। অপরিপক্ক সম্পর্ক
এখানে একেবারে হাতের মোয়া !!! ক্লাস ফোর-
ফাইভ নাই, সকল ক্লাসের মেয়ে ছেলেরাই
সম্ভবত প্রেমের সম্পর্ক কিংবা খুব ক্লোজ
সম্পর্কে জড়িত !! আজ দখলাম,
একটা মেয়েকে একটা ছেলে গোলাপ দিয়েছে।
মেয়েদের বয়স নাকি বুঝা যায় না, কিন্তু শিশুদের
তো যায়। আমি নিশ্চিত বড়জোর
মেয়েটি ক্লাস
ফাইভে পড়ে !! এ বয়সে সে প্রেমের কি বুঝে??
কয়েকদিন আগে ক্যাম্পাসে হাঁটার সময় পাশের
এমনি এক অপরিনত-অপরিপক্ক সম্পর্কের
জোড়াপাখির কথোপকথন কানে আসলো।
“ঐ দিকে চলো।। ঐ দিকে মানুষ নাই, অনেক
নিরাপদ”
আমি ঠিক সিউর না, তারা নিরাপদ জায়গা কেন
খুজছে !!! কিন্তু চারপাশের
পরিস্থিতি আমাকে ভালো কিছু ভাবতে দেয়
না !! আত্মিক সম্পর্ক গুলো কেন জানি, দৈহিক
বন্ধনে বাঁধা পড়ে জীবন কালো হয়ে যাচ্ছে দিন
দিন।
এক বন্ধু আজ হটাত করেই রিকশায় একটা গল্প
বললো।
দুই বান্ধবী গল্প করছেঃ
১ম বান্ধবীঃ জানিস, আমার বয়স মাত্র ১৯।
কিন্তু এর মধ্যেই আমি ৭ টা বয় ফ্রেন্ড চেঞ্জ
করেছি। ৭ জনের সাথেই বেডে
গিয়েছি।।
২য় বান্ধবীঃ বয়সে আমি তাইলে তোর
থেকে একটু বেশী। আমার ২০ চলছে। কিন্তু
এখনো কোন ছেলের সাথে রিলেশানে জড়াইনি।
আমি এখন ইচ্ছা করলেই তোমার
মতো হতে পারবো, তোমার
লেভেলে চলে যেতে পারবো। কিন্তু
তুমি হাজারবার চাইলেও আমার
লেভেলে আসতে পারবা না, আমার
মতো হয়ে পারবা না।।
** অপরিণত সম্পর্ক গুলো নানা প্রকার
টানা পোড়নে হারিয়ে যায় অচিরেই।
ডায়াগনস্টিক সেন্টার গুলোতে বাড়ে লোক চক্ষুর
অন্তরালে এবোরেশনের ভিড় !!!
সমাজে একটি পরিবার হয়ে পড়ে “এক ঘরে”।
কখনো কখনো একটি মেয়ে হয়ে পড়ে সমাজের
চোখে নষ্টা !!নিজেকে নিজে নষ্ট করার সুযোগ
কেন দিবেন??
** আমার আইডিতে সদ্য ইন্টার
পাস
করা কিংবা তারো ছোট অনেক ভাই-বোন আছে।
প্লিজ এমন কোন সম্পর্কে জড়িয়ে সারাজীবন
অপরাধী করে রেখো না। সিনিয়ার যারা আছেন
তাদের প্রতি অনুরোধ, আপনার অনুজদের
সম্পর্কে খোঁজ খবর রাখুন। কোথায় যায়, কাদের
সাথে মিশে খবরাখবর রাখুন।।
** আপুদের বলছি, “এ সমাজ বড় নিষ্ঠুর। এ
সমাজই আপনাকে নষ্ট হবার হাজারো উপকরন
সামনে এনে দিবে, দিন
শেষে মুখে কালি মেখে আপনাকে পরিচয়
করিয়ে দেবে নষ্টা হিসেবে। তখন কেউ
সামনে আগাবে না, অন্তত আগাতে দেখিনি।
নিজের জন্যে নিজেকেই সজাগ করুন। বারবার
ভেবে দেখুন,“ভুল পথে পা দিচ্ছেন না তো??”
No comments:
Post a Comment