""গত পরশু আমার প্রাণের খাঁচার অচিন পাখিটা আমাকে অনেক জোরে ঠোকড় দিছে। আমার
খুব কষ্ট হচ্ছিল,চোখ দিয়ে অশ্রু ঝরছিল। অচিন পাখির তাও কোনো করুণা হলনা। সে
বলল,এক বছর আগে তুমি আমার পালক কেটে দিছিলা, আমি কতো কাঁদছি,তুমি আমার
পালক ফিরায় দাওনি। আরো বলল,আমি অন্য পাখিদের মতো কথা বলা শিখতে চাইছি,তুমি
শিখাওনি। এখন আমার পালক গজিয়েছে,আমি কথা বলাও শিখছি। পাখিটা আমার আরো
বলল,আমাকে তুমি ভালবাসনা। ভালবাসলে এমন করতে পারতেনা। আমি কোনো কথা বলতে
পারিনি,শুধুই কেঁদেছি।
আজ বলব,হায়রে আমার অচিন পাখি তুই আমাকে চিনলিনা। তুই যাতে আমাকে ফেলে কোথাও না যেতে পারিস তার জন্যই তোর পালক কেটে ছিলাম আর কথা বলা শিখাইনা কারণ তোর কথা শুনে কেউ তোকে পছন্দ করে বসলে সে যে তোকে আমার কাছ থেকে নিয়ে যাবে। তুই আজো বুঝলিনা রে,তোরে ছাড়া আমি মৃত। আজো তুই আমার ভালবাসা চিনলিনা। কষ্টটা এই জায়গায়। তুই আমাকে যত আঘাত কর আমার কষ্ট লাগবেনা,তুই আমার ভালবাসা বুঝবিনা,আমি বাঁচতে পারবনা।""
অভিসপ্ত জীবন
আজ বলব,হায়রে আমার অচিন পাখি তুই আমাকে চিনলিনা। তুই যাতে আমাকে ফেলে কোথাও না যেতে পারিস তার জন্যই তোর পালক কেটে ছিলাম আর কথা বলা শিখাইনা কারণ তোর কথা শুনে কেউ তোকে পছন্দ করে বসলে সে যে তোকে আমার কাছ থেকে নিয়ে যাবে। তুই আজো বুঝলিনা রে,তোরে ছাড়া আমি মৃত। আজো তুই আমার ভালবাসা চিনলিনা। কষ্টটা এই জায়গায়। তুই আমাকে যত আঘাত কর আমার কষ্ট লাগবেনা,তুই আমার ভালবাসা বুঝবিনা,আমি বাঁচতে পারবনা।""
অভিসপ্ত জীবন