Sunday, September 15, 2013

খাঁচার অচিন পাখি

""গত পরশু আমার প্রাণের খাঁচার অচিন পাখিটা আমাকে অনেক জোরে ঠোকড় দিছে। আমার খুব কষ্ট হচ্ছিল,চোখ দিয়ে অশ্রু ঝরছিল। অচিন পাখির তাও কোনো করুণা হলনা। সে বলল,এক বছর আগে তুমি আমার পালক কেটে দিছিলা, আমি কতো কাঁদছি,তুমি আমার পালক ফিরায় দাওনি। আরো বলল,আমি অন্য পাখিদের মতো কথা বলা শিখতে চাইছি,তুমি শিখাওনি। এখন আমার পালক গজিয়েছে,আমি কথা বলাও শিখছি। পাখিটা আমার আরো বলল,আমাকে তুমি ভালবাসনা। ভালবাসলে এমন করতে পারতেনা। আমি কোনো কথা বলতে পারিনি,শুধুই কেঁদেছি।
আজ বলব,হায়রে আমার অচিন পাখি তুই আমাকে চিনলিনা। তুই যাতে আমাকে ফেলে কোথাও না যেতে পারিস তার জন্যই তোর পালক কেটে ছিলাম আর কথা বলা শিখাইনা কারণ তোর কথা শুনে কেউ তোকে পছন্দ করে বসলে সে যে তোকে আমার কাছ থেকে নিয়ে যাবে। তুই আজো বুঝলিনা রে,তোরে ছাড়া আমি মৃত। আজো তুই আমার ভালবাসা চিনলিনা। কষ্টটা এই জায়গায়। তুই আমাকে যত আঘাত কর আমার কষ্ট লাগবেনা,তুই আমার ভালবাসা বুঝবিনা,আমি বাঁচতে পারবনা।""


অভিসপ্ত জীবন

উৎসর্গ- তাসনিম জামান

আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙ্গে
তাকে কৃতজ্ঞতা জানাই
সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো
যার বিশালতার মাঝে আমি একটুকু পাই নি ঠাই
তাকে কৃতজ্ঞতা জানাই
সে যে দিয়েছে আমায় মহাশূন্যে আশ্রয়
আমার সব অপূর্ণতাই যেন হয়
আমার শূন্য পথের প্রতি শ্রেয়তম আশীর্বাদ

যখন স্বর্গদ্বারে একা দাঁড়াবো তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা তাকে করে অনুতপ্ত
জানি, তখনও সে আমার হবে না
তবুও এই অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত

আজ কোন অনুভূতির গভীরে যেতে চাই না আর কখনো
যেখানে নিঃশব্দ কান্নায় স্বরচিত হয় একান্ত শোক
যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি
নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর
আর, যন্ত্রণার শিবিরে যে অবাদ্ধ কান্না দেয়
এক নির্ভুল সুরের জন্ম
তাকে আমার কাব্যে মেশাই যেন হয় এক বিশুদ্ধ গান
আমার এই গানই আজ উৎসর্গ হোক
তার প্রতি আমার তীব্র ঘৃণা

তবুও স্বর্গদ্বারে একা থাকব তার অপেক্ষায়
যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত
জানি তখনও কিছুই আমার হবে না তবুও
ওই অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিপূর্ণ

 আলভী

100% Bonus on Recharge on Grameenphone!

Grameenphone introduces a very attractive and exciting offer from 00:00 hours of September 06 , 2013 for our valued Prepaid customers. Under this offer, all GP prepaid customers will be able to enjoy 100% bonus on recharge of exact BDT 22 during this offer. NO REGISTRATION is required to avail the bonus on recharge.
Beside this, to attract more for our customers we are also offering a Free Samsung Grand Handset to the highest recharger of the day during the campaign period.

Offer Details

  • This offer will be eligible for customers using Djuice, Smile, Shohoj, Aapon, Bondhu, Spondon, Amontron, Nischinto and EKOTA prepaid 1, 2
  • Customer have to recharge exactly BDT 22 through Flexiload
  • Customer can recharge as many as they want to avail 100% bonus offer
  • The bonus amount can be used in GP-GP voice calls only for 24 hours, (not be useful in call scenarios with 60 or below call cases)
  • If any customer take 100% recharge bonus and then purchase Mini Bundle/Smart offer/25 Paisa Offer then the bundle offer will consume first
  • My Zone tariff will not be applicable for this campaign. After consuming the bonus, My Zone tariff can be used
  • The bonus amount will be valid for 2 days from the day of recharge
  • Emergency Balance is out of scope
  • The bonus amount is not transferable
  • To know about the received bonus customers have to dial USSD code *566*8#
  • Campaign end date: 30th September. 2013
  • Everyday Lower Tariff campaign users and inactive connection offer users will not be able to avail this offer. But if you deactivate the Everyday Lower Tariff by dialing *999*4# then after 72 hours of deactivation you will be able to take the 100% Recharge Bonus offer.
  • 15% VAT will be applicable with all charges
Beside this, We are also offering
  • A Free Samsung Grand Handset to the highest recharger (any amount)of the day
  • Customer can recharge any amount through ERS, SC to avail this offer
  • Winner will be notify via SMS
  • Handset will deliver in October and will notify the place accordingly 

official  press realease: click here >> 

আমাদের নষ্ট সমাজ



গতকাল ফেইসবুকে হটাৎ করে এক বান্ধবী আচমকাই
চ্যাটে নক করে!! কোন হাই হ্যালো ছাড়াই
সোজাসুজি প্রশ্ন, আচ্ছা, রিলেশান করলেই
কি সেক্স করতে হবে???
ওর সাথে এমন কথাবার্তায় অভ্যস্ত নই, তাই
ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম তাই
জিজ্ঞাসা করলাম, এ প্রশ্ন কেন হটাত করে???
কি হইছে তোর??
যতটুকু জানি সে প্রেম ট্রেম এর
ধারে কাছে নাই একজনকে মনে মনে পছন্দ করে,
কিন্তু সে পর্যন্তই।। জানাইলো, ওর খুব প্রিয় এক
বান্ধবীর বছরখানেকের রিলেশান
ভেঙ্গে গেছে সেক্স করতে রাজি না হওয়ায় !!!!
তব্দা খাইলাম পুরাই...
আমাদের ভার্সিটির ভিতরে একটা স্কুল আছে,
অগ্রণী স্কুল নামে পরিচিত এটার কলেজ ও
আছে অপরিপক্ক সম্পর্ক
এখানে একেবারে হাতের মোয়া !!! ক্লাস ফোর-
ফাইভ নাই, সকল ক্লাসের মেয়ে ছেলেরাই
সম্ভবত প্রেমের সম্পর্ক কিংবা খুব ক্লোজ
সম্পর্কে জড়িত !! আজ দখলাম,
একটা মেয়েকে একটা ছেলে গোলাপ দিয়েছে
মেয়েদের বয়স নাকি বুঝা যায় না, কিন্তু শিশুদের
তো যায় আমি নিশ্চিত বড়জোর মেয়েটি ক্লাস
ফাইভে পড়ে !! এ বয়সে সে প্রেমের কি বুঝে??
কয়েকদিন আগে ক্যাম্পাসে হাঁটার সময় পাশের
এমনি এক অপরিনত-অপরিপক্ক­ সম্পর্কের
জোড়াপাখির কথোপকথন কানে আসলো
ঐ দিকে চলো।। ঐ দিকে মানুষ নাই, অনেক
নিরাপদ
আমি ঠিক সিউর না, তারা নিরাপদ জায়গা কেন
খুজছে !!! কিন্তু চারপাশের
পরিস্থিতি আমাকে ভালো কিছু ভাবতে দেয়
না !! আত্মিক সম্পর্ক গুলো কেন জানি, দৈহিক
বন্ধনে বাঁধা পড়ে জীবন কালো হয়ে যাচ্ছে দিন
দিন
এক বন্ধু আজ হটাত করেই রিকশায় একটা গল্প
বললো
দুই বান্ধবী গল্প করছেঃ
১ম বান্ধবীঃ জানিস, আমার বয়স মাত্র ১৯
কিন্তু এর মধ্যেই আমি ৭ টা বয় ফ্রেন্ড চেঞ্জ
করেছি ৭ জনের সাথেই বেডে গিয়েছি।।
২য় বান্ধবীঃ বয়সে আমি তাইলে তোর
থেকে একটু বেশী আমার ২০ চলছে কিন্তু
এখনো কোন ছেলের সাথে রিলেশানে জড়াইনি
আমি এখন ইচ্ছা করলেই তোমার
মতো হতে পারবো, তোমার
লেভেলে চলে যেতে পারবো কিন্তু
তুমি হাজারবার চাইলেও আমার
লেভেলে আসতে পারবা না, আমার
মতো হয়ে পারবা না।।
** অপরিণত সম্পর্ক গুলো নানা প্রকার
টানা পোড়নে হারিয়ে যায় অচিরেই
ডায়াগনস্টিক সেন্টার গুলোতে বাড়ে লোক চক্ষুর
অন্তরালে এবোরেশনের ভিড় !!!
সমাজে একটি পরিবার হয়ে পড়ে এক ঘরে
কখনো কখনো একটি মেয়ে হয়ে পড়ে সমাজের
চোখে নষ্টা !!নিজেকে নিজে নষ্ট করার সুযোগ
কেন দিবেন??
** আমার আইডিতে সদ্য ইন্টার পাস
করা কিংবা তারো ছোট অনেক ভাই-বোন আছে
প্লিজ এমন কোন সম্পর্কে জড়িয়ে সারাজীবন
অপরাধী করে রেখো না সিনিয়ার যারা আছেন
তাদের প্রতি অনুরোধ, আপনার অনুজদের
সম্পর্কে খোঁজ খবর রাখুন কোথায় যায়, কাদের
সাথে মিশে খবরাখবর রাখুন।।
** আপুদের বলছি, এ সমাজ বড় নিষ্ঠুর
সমাজই আপনাকে নষ্ট হবার হাজারো উপকরন
সামনে এনে দিবে, দিন
শেষে মুখে কালি মেখে আপনাকে পরিচয়
করিয়ে দেবে নষ্টা হিসেবে তখন কেউ
সামনে আগাবে না, অন্তত আগাতে দেখিনি
নিজের জন্যে নিজেকেই সজাগ করুন বারবার
ভেবে দেখুন,ভুল পথে পা দিচ্ছেন না তো??

Saturday, September 14, 2013

Mystery of Bermuda Triangle- full version

Journalists discovered two puzzles Bermuda Triangle. The investigation, conducted with the participation of channel BBC, allowed naming the reasons for disappearance of two passenger planes in 1948 and 1949...

Bermuda Triangle has a sinister reputation of the area in which the missing planes and ships - allegedly without any visible circumstances and without leaving any traces. British journalists and experts in the field of aviation partially dispelled the myth of the mysterious zone of the globe.

BBC attracted attention two cases of the theft of a triangle aircraft companies British South American Airways (BSAA). This firm, one of the first organized the transportation of passengers across the Atlantic Ocean, belongs to a dark record for number of accidents near Bermuda. For three years there were 11 serious accidents, which resulted in the loss of five aircraft, killing 723 passengers and 22 crew members. A disaster 30 January 1948 and January 17, 1949 also contributed to the formation of the legend of the mysterious triangle.

How was it?

Now planes can fly in the Moscow Sheremetyevo, at an altitude of about 10 km to cross Europe and the Atlantic Ocean and then to land in New York. The first passenger planes were flying quite differently: lost at sea two liner model Avro Tudor "could fly in a straight line no more than 6 thousand kilometers, so no question of any direct flight from London, even in New York were not mentioned.

Instead, the planes flew first to the Azores, where fuel refueled, flew to Bermuda and from there sent to the U.S. or the Caribbean. "Star" Tiger ", which is January 30, 1948 was supposed to land in Bermuda to its purpose, however, never made it. The Commission, which investigated the incident, admitted that there was no reason for the disaster was not - and the matter was in the category of unexplained mysteries.

Almost a year later, on 17 January 1949, the pilot of another aircraft, the "Star Ariel", saying during a scheduled communication session an hour after the departure of their whereabouts, then had to go. And once again found no traces: sent to search ships and planes have not found any bodies or wreckage.

Mystery or routine?

Of course, along with several other reports of loss of aircraft (for example, the U.S. Air Force in 1945 lost five machines), two catastrophes have led to a variety of versions. Up to blatant fiction: alien spaceships that arise due to special weather conditions in the atmosphere of laser beams and portals to other worlds. Version BBC modest yet persuasive.

According to the agency involved aviation experts, the main problem has become extremely unreliable design aircraft. Avro Tudors "could climb to a height of over 9 thousand meters, but at such a height is required to include special heaters: cold minus 40 degrees Celsius threatened not only the inconvenience to passengers. The pilot of the "Star Tiger", faced with the refusal of the heater, was forced to reduce the altitude up to 600 meters, which resulted in a direct two other problems.

First, the planes fly ulterior motive at high altitude: they lower the air resistance and therefore fuel consumption. Near the surface warmer, but the fuel consumption increases dramatically: "Tiger" could simply not make it to the airfield, especially given the fact that he was blown off course, ran into unexpectedly strong headwind, and eventually delayed by at least an hour.

The second problem with low altitude - is that if the liner begins to unexpectedly fall, then at correcting his course of time for pilots is much lower. "From this height you can for a few seconds to fall into the sea", - says Eric Newton, a visiting expert on the investigation team. Add to a small lead time, low fuel - and for the disappearance of the aircraft will not need references to aliens or other mysterious reasons.

However, low-altitude flight and the associated problems of conclusions BBC is not limited. The authors of the investigation we found out that to the Azores "Tiger" has arrived not only with the haywire heater, but with a malfunctioning compass. Golden Store, a former pilot and flight director of the airline itself BSAA, shared his memories of how were built Avro Tudors "inside. According to the pilot, under the floor of the cabin was a terrible mess: pipelines hydraulic system, through which manages the liner, side by side with air conditioning and heater.

Heater - the same broken-down - worked on aviation fuel and was a red-hot pipe in dangerous proximity to vital control system. If the hydraulic system leaked, I used it along with liquid fuel vapors can contribute to an explosion and fire, without which the system of automatic fire would lead to rapid loss of the aircraft. "In this compartment was not even alarm - told Store. - Therefore, the fire would never have learned. "

40 years later

In the proposed 40 years later version, there is no mystery. On cruise ships, which were originally designed as military bombers, not all systems have been worked out and perfected, fuel supplies are not allowed to fly over the ocean directly, and on satellite navigation, of course, there was no question. If the year 2009 were not able to detect fragments of a modern, well-equipped A330 airliner, disappeared in the sky over the Atlantic - that speak of the very first passenger flights across the ocean? Especially as the 38 built Avro Tudor "almost one in five lost, crashed or burned.

In the Bermuda Triangle, by the way, most small aircraft broke that too is hardly a strange and mysterious. Meanwhile, weather conditions in this region are quite complex. Without any unusual phenomena they combined with human error and equipment failure is enough for depressingly regular updating of the list of disasters.

Author FB idঅভিসপ্ত জীবন (for pc usersঅভিসপ্ত জীবন (for mobile users)

Stay with us for know more unknown facts

তুমি নেই তাই

"কিছুটা না পাওয়া
অনেক টুকু পাওয়া
অনেক দু:খের প'রে-
একটু খানি সুখ;
অনেক দিন আগে দেখা স্বপ্ন-
তুমি আমি শান বাঁধানো উঠোন!
বিবর্ণ সন্ধ্যায় পরে থাকে
ধোয়া উঠা চা'য়ের কাপ; অস্পর্শ।
আগুন হীন সিগারেট-
মনের ভুলে লম্বা দম!
আমার ছায়ার পাশে পরে থাকে
তোমার ছায়ার হীম।
দ্বিধারা উত্তর হীন,প্রশ্নরা ও তাই;
আজকাল বড় বেশী জীবন্ত
তোমার অস্তিত্ব-আমার শূন্য ঘরে;
আমার শূন্য মনে।"
অনেকটা কষ্ট হচ্ছে আজ, আমার সব শেষ আজ থেকে। জীবনটাকে পুরোপুরি পাল্টে ফেলতে চাই কান্না পাচ্ছে আজ, কিন্তু কাঁদতে পারছিনা। আমি আজ থেকে মৃত। আমার কোন মন নাই, কোন মায়া নাই। আমি শুধু রক্ত মাংসে গড়া এক পশু।
আত্মহনন সহজ হলে আজ তাই করতাম, আমি আজ থেকে বাকহীন।
আমি একজন খারাপ মানুষ, আমাকে সবাই ঘৃণা করে।
আমি উন্মাদ আজ থেকে, আমি বদ্ধ পাগল।
আমি ব্যর্থ প্রেমিক, আমি ব্যর্থ সন্তান, আমি ব্যর্থ বন্ধু।
আমি ভাই বলার অনুপযুক্ত, আমি ছোট ভাই হওয়ার অনুপযুক্ত,
আমি মানুষ না, আমি পশু।
আমি ঘৃণিত, আপনজন হতে বিতারিত।
শুধু এখন একটাই লক্ষ্য---------

----- মৃত্যু..................।
মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু মৃত্যু !!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
-আলভী